সন্দ্বীপের ইতিহাসের সেই ভয়াল ২৯ শে এপ্রিল

আজ থেকে ঠিক ২৯ বছর আগে আজকের এই দিনে চট্টগ্রামের উপকূলীয় এলাকা সন্দ্বীপের মানুষ মুখোমুখি হয়েছিলো সন্দ্বীপের ইতিহাসের সবচেয়ে ভয়ানক প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের।২২৫ কিলোমিটার গতিবেগের সেই ঘুর্ণিঝড়ের কালো স্মৃতি আজো মুছতে পারেনি সন্দ্বীপের মানুষরা।লোক মুখে এটি 'একানব্বইর বন্যা' নামে পরিচিত।১৯৯১ সালের ২৯ এপ্রিল সোমবার সন্ধ্যা থেকেই ঘুড়ি ঘুড়ি বৃষ্টি।সাথে হালকা বাতাস।রাত ১০ টা নাগাদ হঠাৎ সন্দ্বীপ উপকূলে আঘাত হানতে থাকে ভয়ানক ঘুর্ণিঝড়টি।সেই এক রাতেই সন্দ্বীপের হাজার হাজার ঘরবাড়ি,মসজিদ,মন্দির,স্কুল,কলেজ হারিয়ে যাই ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে।মারা যায় প্রচুর গবাদি পশু এবং প্রায় ২৩ হাজার মানুষ। সন্দ্বীপ ছাড়া বাংলাদেশের আরো উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ভয়ানক ঘূর্ণিঝড়টি।সরকারি হিসেবে সেদিন ২৯ শে এপ্রিল ১ লক্ষ ৩৮ হাজার মানুষ মারা গেলেও বাস্তবে আরো বেশি সংখ্যক মারা যায়।

- মুহাম্মদ মাসঊদুল বারী

Comments